আগেজাতিসংঘ জানিয়েছে সিরিয়ার দেড় কোটিরও বেশি মানুষের জরুরি সাহায্য দরকার
নিজস্ব প্রতিবেদন: সিরিয়ার ১৬ মিলিয়ন মানুষের জরুরিভাবে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে দেশটিতে থাকা জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি।
শরণার্থী সংস্থার প্রতিনিধি গঞ্জালো ভার্গাস লোসা বিবিসির নিউজডে প্রোগ্রামকে বলেছেন যে, এই অঞ্চলে সর্বশেষ যুদ্ধে এই অঞ্চলের আট লাখ সিরিয়ান নাগরিক বাস্তচ্যুত হয়েছে।
এর আগে অভ্যন্তরীণ বাস্তচ্যুত হয়েছিল সত্তর লাখ মানুষ। এছাড়া ৫০ লাখের মতো মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে গিয়েছিল।
“বর্তমান পরিস্থিতিতে এখানে বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রয়োজন” বলছিলেন লোসা
লোসা জানান, হোমস, হামা এবং দামেস্কের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় ইউএনএইচসিআর-এর মানবিক কার্যক্রম ধীরে ধীরে আবার শুরু হচ্ছে।
“প্রতিটি জায়গা কিছুটা সুরক্ষিত হওয়ার পর আমরা দ্রুত সহযোগীদের নিয়ে আমরা সে সব জায়গায় যাচ্ছি এবং সেখানে সহযোগিতা পৌঁছে দেয়ার চেষ্টা করছি”, যোগ করেন তিনি।
সূত্র বিবিসি বাংলা নিউজ
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply