ষ্টাফ রিপোর্টার:মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার ৫৪’ম মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর উপলক্ষে সোমবার ভোর ছয়টার দিকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অফিসার্স ইনচার্জ এর নেতৃত্বে বিজয় দিবসে শুভসূচনা করে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস টিম।
১৬’ই ডিসেম্বর সোমবার বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের প্রাঙ্গণে সকাল নয় টায় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ বাহিনীর সশস্র সালাম প্রদর্শনীর ও পবিত্র কুরআন তেলয়াত, গীতা পাঠ করা করা হয়।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও অফিসার্স ইনচার্জ মোঃ আসাদুর রহমান এর অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের অনৃুষ্ঠানের শুভসূচনা করেন।
পরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সত্তা হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী’ এর গলাচিপা উপজেলা আমীর ডা: মোহাম্মদ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহব্বায়ক মোঃ হাফিজুর রহমান, গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, বৈসাম্যবিরোধী ছাত্র আন্দলোনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গলাচিপা উপজেলা সম্বনয়ক মোঃ সাহেদ।
পরের প্রদান অতিথি মিজানুর রাহমানির বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য উপহার তুলে দেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহকারী বিভিন্ন শ্রেনীর বিজয়ী শিক্ষার্থী মাঝে পুরস্কার তুলেদেন প্রধান তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের অধ্যক্ষ মিসেস নাহিদা আক্তার, সহকারী কমিশনার এর সহধর্মিণী মিসেস আফরাজা খুতুন হিরা।
এর পূর্বে সূর্দয়ের পরেই উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমাম শিকদার, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, প্রাথমি শিক্ষা কার্মকর্তা মোঃ গোলাম সগির সহ সর্বস্তরে অফিসার বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষার্থী, সুশীল সমাজে সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহনে গলাচিপা কেন্দ্রীয় স্মৃতি সৌধ, চিকনিকান্দী ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের বদ্ধ ভূমিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালে বীর শ্রেষ্ঠ সূর্য সন্তান মুক্তিযোদ্ধা শহিদদের স্বরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবসের সার্বিক সঞ্চালনায় ছিলেন সকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা ও
সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply