অর্থ লুটপাট অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার অভিযোগে সুনামগঞ্জের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে বহিস্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা নিবাহী কর্মকতা এবং কলেজের এডহক কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম কর্তৃপক্ষের আদেশে তাকে বহিষ্কার করেন।
জানা যায়, গত বছরের আগস্টের ২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর মনি শংকর ভৌমিকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষে কবি আছাদুর রহমান।
পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়।
এরই প্রেক্ষিতে তদস্ত প্রতিবেদন অনুয়ায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব থেকে অপসারনসহ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়া সকল অভিযোগের ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ সভাপতি কে বলা হয়।
জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে একাধিকবার তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলেও তা রিসিভ হয়নি।
এবিষয়ে ইউএনও এবং এডহক কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যহতি দেয়া হয়েছে এবং সিনিয়র শিক্ষক শিব্বির আহমদকে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply