সিলেটের মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির (৫৭) আট দিনের কারাভোগ শেষে জামিন পেয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিষয়টি এয়ারপোর্ট থানার জিআরও সাবইন্সপেক্টর সৌমেন নিশ্চিত করেছেন।
৩১ জুলাই বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে রেজিনা কাদিরসহ আট জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫)। পরে আদালতের নির্দেশে মামলাটি এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয় (থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫)।
এজাহারে উল্লেখ করা হয়, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগী নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোয় প্রবেশ করেন। তারা নিরাপত্তা রক্ষীদের মারধর করে রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইকে জিম্মি করে কিছু নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে বাগানের শ্রমিকরা বাংলোর সামনে-পেছনের দরজা বন্ধ করে দেয় এবং পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাহফুজ (৫০), বকুল, পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯) ও মো. জয় (২১) সহ সাত জনকে আটক করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, আটক ব্যক্তিদের পরবর্তীতে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রেজিনা কাদির ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন নাকচ হয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে তিনি জামিনে মুক্তি পেলেন।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
[…] ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রাগীব আলীর মেয়ের জামিন: মালনীছড়া চা বা… ছাতকে পুলিশের অভিযানে […]