সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌকা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ বছরের শিশু মাসুম মিয়া। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শুক্রবার সকালে সিলেট থেকে ১৫–১৬ জন পর্যটক তাহিরপুর থানা ঘাটে এসে ‘লালনতরী’ নামের একটি হাউসবোটে ওঠেন। তারা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলেন। পথে তাহিরপুর উপজেলার ছিলানী গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম মিয়া।
শিশুকে উদ্ধারের জন্য বাবা কবির আহমদ সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিলেও বাঁচাতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালিয়ে তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,
“টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
শিশুর পিতা কবির আহমদ বলেন,
“একমাত্র সন্তানকে হারিয়ে আমি শূন্য হয়ে গেলাম। আনন্দ ভ্রমণ এখন শোকের যাত্রা।”
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply