সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
“টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় পনের বছরের নিচে সকল শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই স্থানীয়দের এগিয়ে আসতে হবে এবং শিশুদের টিকাদানে উৎসাহিত করতে হবে।”
সভায় আরও জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নুসরাত আরিফিন দায়িত্ব নেওয়ার পর থেকে রোগীদের সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply