দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাকুরভোগ গ্রামে যুব মহিলা আওয়ামী লীগের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোছাঃ চেমন আক্তারের বসতবাড়িতে পুলিশ অভিযান পরিচালিত হয়েছে।
তবে পুলিশ অভিযানের সময় তাদের কাউকে না পেয়ে চেমন আক্তারের ভাসুর সাজাদ খানকে গ্রেফতার করে নিয়ে যায়।এর আগে, গত ১২ আগস্ট ২০২৫ তারিখে পুলিশ ওয়াদুদ চৌধুরীর মকসদপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। তবে সে সময়ও বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে আলোচনা চলছে।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
[…] […]