বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, “দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি।”
তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। কিন্তু পিআর সিস্টেমসহ নানা অযৌক্তিক দাবীতে আগামী বছরের ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে জাতীয়তাবাদী শক্তিকে সবসময় সতর্ক ও সজাগ থাকতে হবে।
মিজান চৌধুরী আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের নেতৃত্বে প্রতীক্ষায় আছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমেই বিএনপি আবার ক্ষমতায় আসবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলীর সভাপতিত্বে চরমহল্লা টেটিয়ারবাজারস্থ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply