ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি – সুনামগঞ্জের ছাতকে নিয়মিত মামলার আসামি গ্রেফতারে গেলে চোরাচালানের গডফাদার ও যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পুলিশ জানায়, গতকাল (২৫ আগস্ট) রাত ১১টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রোমেন মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের টেঙ্গারগাঁও গ্রামে নিয়মিত মামলার এক আসামি গ্রেফতারে যান। এসময় চোরাকারবারি ও যুবলীগ নেতা শাহিনের ভাই জয়নাল মিয়া পুলিশকে বাধা দেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে স্থানীয় ৪০–৫০ জনকে উস্কে দেন। এতে পুলিশকে হেনস্তা ও জিম্মি করা হয়।
পরে ঘটনাস্থলে ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম খানসহ অতিরিক্ত পুলিশ গেলে শাহিন ও তাঁর ভাই জয়নাল, আক্তার, মিলন, সাইমন, পিতা আলতাফ মিয়া এবং সহযোগী মোস্তাকিন, মান্নাসহ ৪০–৫০ জনের একটি দল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় এসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কনস্টেবল মোস্তাক আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসআই সাহাব উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে চার হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া রাত ২টার দিকে যৌথবাহিনী পৃথক অভিযান চালিয়ে আরও দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ছাতক থানার ওসি শফিকুল আলম জানান, “নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। চারজনকে গ্রেফতার করা হয়েছে, অভিযানে অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
[…] […]