এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা”—এই মূলমন্ত্রে নিজের জীবন গড়ে তুলেছেন সুনামগঞ্জের ছাতকের আনসার সদস্য ও উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
সম্প্রতি তাঁর ফার্ম পরিদর্শন করেছেন জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম। হাবিবুর রহমানের পরিশ্রম ও সফলতা দেখে তিনি মুগ্ধ হয়ে উদ্যোক্তা হিসেবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
১৯৮২ সালে জন্ম নেওয়া হাবিবুর রহমান শৈশব থেকেই অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। ২০০১ সালে তিনি আনসার বাহিনীতে যোগ দেন। কাজের পাশাপাশি শুরু করেন ছোট আকারে ছাগল পালন। ধীরে ধীরে পরিশ্রম, অধ্যবসায় ও আনসার ব্যাংকের সহায়তায় গড়ে তোলেন গরু, মুরগি, মাছ ও কৃষি খাতে বড় আকারের ব্যবসা।
বর্তমানে তাঁর রয়েছে –
২০২১ সালে তিনি মাকে নিয়ে পবিত্র হজ পালনের সৌভাগ্য অর্জন করেন। যদিও করোনাকালে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, তবুও নতুন উদ্যমে আবার এগিয়ে চলেছেন।
“আপনি বাহিনীর একজন সদস্য হয়েও স্বাবলম্বিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। উদ্যোক্তা হিসেবে বাহিনীর পক্ষ থেকে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
এরপর তিনি ছাতকের বিভিন্ন আনসার ক্যাম্প ও টোল প্লাজা পরিদর্শন করেন।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply