সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ এবং পরিচালনা করেন প্রভাষক দুলাল মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সমর কুমার সরকার। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, অধ্যাপক জয়া ধর রুবি, অধ্যাপক আরশ আলী, প্রভাষক সারোয়ার জাহান মামুন, প্রভাষক লুতফুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সামছুল কবির মুহিত, বিভিন্ন প্রভাষক-প্রভাষিকা ও অধ্যাপকবৃন্দ। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইশা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার এবং গীতা পাঠ করেন শান্ত দেবনাথ।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
[…] […]