সুনামগঞ্জের ছাতকে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে উপজেলার সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে স্থানীয়রা মানববন্ধন আয়োজন করে এই মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানববন্ধনে উপস্থিতরা বলেন, “আমাদের ইউএনও মানবিক এবং দায়িত্বশীল। তাঁর নেতৃত্বে নদীখেকো, চোরাচালান, বালু উত্তোলন ও টেন্ডার জালিয়াতি কমেছে। মোবাইল কোর্ট পরিচালনা করে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় আমাদের এলাকায় স্বস্তি ফিরে এসেছে।” বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেটভিত্তিক বিতর্কিত গোষ্ঠী তাদের স্বার্থে ইউএনও’কে বদনাম করার জন্য ভুয়া খবর ছড়িয়েছে। সেই কুচক্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছেন তারা।
জানা গেছে, তরিকুল ইসলাম ১১ নভেম্বর ২০২৪ সালে ছাতক ইউএনও হিসেবে যোগ দেন। তাঁর দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই শত কার্যদিবসের মধ্যে ২৪০টিরও বেশি মামলা দায়ের করেছেন—অর্থাৎ জেলার গত কয়েক বছরের ধারাবাহিক রেকর্ড ভেঙে দিয়েছেন। মোবাইল কোর্ট আভিযানে মাদক, ইজারা বহির্ভূত বালু উত্তোলন, পরিবেশ আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এর ফলে সেখানে গত কয়েক মাসে ৭২টি মাদক মামলা এবং ১৫টি বালু উত্তোলন সংক্রান্ত মামলা রেকর্ড হয়েছে; পাশাপাশি ব্যাপক পরিমাণ ড্রেজার, নৌকা ও বালু জব্দ করা হয়েছে।
এসব সফল অভিযানের পর সিন্ডিকেট ও অনৈতিহ্যতাবাদীরা সুবিধাহানির আশঙ্কায় মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। মৎস্যজীবী সমিতির সভাপতি নুর ইসলাম, সিএনজি ড্রাইভার ইউনিয়নের নেতা সাহাব আলী, ছাত্রনেতা সাদেক আহমদ ও অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সরকারি বিভাগ থেকে চালানো কঠোর আইনানুগ ব্যবস্থা দাবি করেন।
“আমরা আমাদের ইউএনও’র পাশে আছি—যে কর্মকর্তা জনবান্ধব ও ত্যাগী।” মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা মিথ্যা সংবাদ ছড়ানো ও তা চালানো ব্যক্তিদের দৃষ্টান্তমূলক আইনি শাস্তি দাবি করেন।
(উল্লেখ্য: বিজিবি ও পুলিশ সূত্রে বিষয়টির সম্পর্কিত সরকারি মন্তব্য পাওয়া না গেলেও, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ সিন্ডিকেটসমূহের বিরুদ্ধে অভিযানের তথ্য মানববন্ধনে উঠে আসে।)
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply